দর্পণ ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হিন্দুপাড়াতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, হিন্দুপাড়ার নিখিল চন্দ্রের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান শ্রমিকরা। ট্যাংকটি অনেকদিন পরিষ্কার করা হয়নি। তাই পরিষ্কার করার জন্য প্রথমে ট্যাংকে নেমে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তারপর তাদের উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন আরও সাতজন।
ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, খবর পেয়ে ছয় শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তাদের লাশ জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহত তিনজনের মধ্যে দুজনকে নওগাাঁ সদর হাসপাতালে ও একজনকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।