গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মো. মনিরুল ইসলাম (২৩) নামের
এক কলেজ ছাত্রকে জনসম্মূখে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং’র
সন্ত্রাসীরা। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে পৌরশহরের মহিলা
ডিগ্রী কলেজ গেটে এ ঘটনা ঘটে।

আহত মনিরুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার
উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা-মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার করেন। আহত মনিরুল ইসলাম পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকার
শাহজাহান মাতুব্বর’র ছেলে এবং সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স
কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত কলেজ ছাত্র মনিরুল ইসলাম জানান, তিনি এবং তার এক বন্ধু মহিলা কলেজ
সংলগ্ন একটি দোকানে বসা ছিলেন। এসময় মাইনুল নামে এক ব্যক্তি তাকে চা
খাওয়ার কথা বলে ডেকে নেয়। কোন কিছু বোঝার আগেই শামিম ও মাইনুলের নেতৃত্বে
৪/৫ জনের একদল সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। এতে মনিরুলের বাম
হাত ও ডান চোখ গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে
না এলেও সন্ত্রাসীদের প্রস্থানের পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুনায়েদ হোসেন লেলিন জানান,
’মনিরুলের বাম চোখের নিচে এবং উপরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া হাতেও
ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, ’এ বিষয়ে কলাপাড়া থানায় একটি
মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে এ ঘটনার সাথে জড়িত শাখাওয়াৎ নামের
এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। মূল আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে
জানান তিনি।’

প্রসংগত; কতিপয় প্রভাবশালীর পৃষ্ঠপোষকতায় কলাপাড়ায় বরগুনার নয়ন বন্ডের মত
একাধিক কিশোর গ্যাং’র উত্থান ঘটেছে। এদের হাতে এর আগে মোজাহার উদ্দীন
বিশ্বাস ডিগ্রী কলেজ এলাকায় রক্তাক্ত জখম হয় শুভ নামের অপর এক কলেজ
ছাত্র। খোদ থানার সামনে রক্তাক্ত জখম হয় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের
অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম। এছাড়া এ কিশোর গ্যাং
গ্রুপের বেপরোয়া চাঁদাবাজি ও লাইসেন্স বিহীন অবৈধ মোটর সাইকেল মহড়ায় এখন
আতংকিত সাধারন মানুষ।