গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের
ফাইনাল খেলা সোমবার বিকাল চারটায় খেপুপাড়া
সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল বশারের সঞ্চালনায় খেলার মাঠে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম
রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. মনিবুর রহমান, পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান
শাহিনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির
প্রমূখ।

ফাইনাল খেলায় মেয়েদের বিভাগে নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাথমিক
বিদ্যালয় ট্রাইবেকারে পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে
এবং ছেলেদের বিভাগে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে মঙ্গলসুখ
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে
অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।