দর্পণ ডেস্ক : বিশ্বকাপের সময় মুখে কুলুপ এঁটে ছিলেন গুলবাদিন। এখন বিশ্বকাপ শেষ, হারিয়েছেন অধিনায়কত্ব। এতদিন পর মুখ খুললেন গুলবাদিন নাইব। বললেন, বিশ্বকাপে আফগানিস্তানের হতশ্রী অবস্থার পেছনে দায়ী সিনিয়র ক্রিকেটাররা!
বিশ্বকাপটা আফগানিস্তান যত দ্রুত ভুলে যাবে ততই ভালো। প্রতিটি ম্যাচেই হেরেছে ক্রিকেটের উদীয়মান এই দল। অথচ বিশ্বকাপ শুরুর আগে আফগানদের নিয়ে প্রত্যাশাটা মন্দ ছিল না। সেমিফাইনালে তারা উঠবে— এমন আশা হয়তো কেউ করেনি, কিন্তু একটি-দুটি ম্যাচ জেতার সামর্থ্য তাদের ছিল।
বিশ্বকাপ শেষে তোলপাড় চলছে আফগান ক্রিকেটে। চলছে রদবদল। অধিনায়কত্বেও এসেছে বদল। নেতৃত্ব হারিয়ে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব এখন বলেছেন, বিশ্বকাপে দলের এ অবস্থার জন্য দায়ী সিনিয়র খেলোয়াড়রা। ইচ্ছা করেই বাজে খেলেছেন তারা!
বিশ্বকাপের আগে তড়িঘড়ি করে আসগর আফগানের জায়গায় অধিনায়কত্ব দেয়া হয় গুলবাদিনকে। প্রকাশ্যে সে সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন রশিদ খান, মোহাম্মদ নবীর মতো সিনিয়র তারকারা। তখনই বোঝা গিয়েছিল, আফগান ড্রেসিংরুমের ভেতরটা অশান্ত। এমনকি বিশ্বকাপের সময়েও কোচ ফিল সিমন্স ও প্রধান নির্বাচক একে অপরের দিকে তোপ দেগেছেন। তখন দলের ভেতরকার অবস্থা নিয়ে গুলবদিন কিছু বলতে না চাইলেও এখন মুখ খুলেছেন।
আফগানি সাংবাদিক ওয়াসিল ওয়েসালকে দেয়া এক সাক্ষাৎকারে গুলবাদিন নিজের হতাশার কথা জানিয়েছেন।
তিনি জানান, ‘সিনিয়রদের পারফরম্যান্সের ওপর আফগানিস্তান দল নির্ভরশীল। কিন্তু এই সিনিয়ররাই বিশ্বকাপে ইচ্ছে করে খারাপ খেলেছে। যার প্রভাব পড়েছে দলের ওপর। তারা আমার কথার কোনো গুরুত্ব দিত না। ম্যাচ হেরে তারা দুঃখিত না হয়ে বরং ড্রেসিংরুমে হাসাহাসি করত! খেলার সময় আমি যখন তাদের কোনো নির্দেশনা দিতাম, তখন তারা আমার দিকে তাকাতই না!’