গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক সমাপনী পরীক্ষার
মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেনীর দুই
ছাত্রী হুমায়ারা (১০) ও বৈশাখী (১০)’র নাকে স্প্রে দিয়ে অজ্ঞান করার
ঘটনায় প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতংক
ছড়িয়ে পড়েছে। সোমবার (২২জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ধানখালী
ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অজ্ঞান হয়ে পড়া ওই দুই
ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভিকটিম শিক্ষার্থী হুমায়ারার মামা মো. সিদ্দিকুর রহমান জানান, চর
নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর অন্তত: সাত
শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে হেলমেট পরিধান করা দুই যুবক তাদের উপর
স্প্রে ছোড়ে। যা হুমায়ারা ও বৈশাখীর নাকে লাগে। এতে তারা আতংকিত হয়ে
পাশের বাড়ীতে দৌড়েঁ যাওয়া মাত্র হুমায়রা ও বৈশাখী বমি করে অজ্ঞান হয়ে
পড়ে। হেলমেটধারী ওই যুবকদের হাতে চাকু ছিল বলে সিদ্দিকুর রহমান উল্লেখ
করেন।
এ ঘটনা এলাকার বিদ্যালয় গুলোতে দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও তাদের
অভিভাবকদের মধ্যে আতংক দেখা দেয়।
এ ব্যাপারে কলাপাড়ার থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি
গুজব। লোক গুলোর অঙ্গভঙ্গির কারনে ভয় পেয়ে তারা অসুস্থ্য হয়ে পড়তে পারে
বলে তিনি উল্লেখ করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.