দর্পণ ডেস্ক : নাগপুরের বাসিন্দা মডেল খুশি পারিহার এবং তার প্রেমিক অভিযুক্ত আশরাফ শেখের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। যদিও খুশির সঙ্গে আরও বহু মানুষের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আশরাফ।এই সন্দেহের জেরে মহারাষ্ট্রের নাগপুর জেলায় ১৯ বছর বয়সী উঠতি মডেলকে খুন করল প্রেমিক।
রাস্তার উপরেই মাথা থেঁতলে দিয়ে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
নাগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে তাদের কাছে খবর আসে পান্ডুরনা-নাগপুর মহাসড়কের পাশে এক মহিলার লাশ পাওয়া গিয়েছে। ওই মহিলার মুখটি থেঁতলানো। পুলিশ সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করা হয় ওই মহিলাকে। পুলিশ জানিয়েছে, খুশি পারিহার স্থানীয় ফ্যাশন শোতে অংশগ্রহণ করতেন এবং মডেল হতে চেয়েছিলেন ভবিষ্যতে।
পরে গ্রেপ্তার করা হয় আশরাফ শেখকে। পুলিশ জানিয়েছে, আশরাফ শেখ খুশিকে হত্যার কথা স্বীকার করেছেন। খুশি পারিহারকে হত্যার পেছনে কারণ হিসেবে অন্য কিছু পুরুষের সঙ্গে খুশির সম্পর্কের ঘনিষ্ঠতা ও তার চরিত্র সম্পর্কে সন্দেহই মূল।
ধারণা করা হচ্ছে, আশরাফ শেখ তার গাড়ি করে ১২ জুলাই খুশির সঙ্গে ঘুরতে বেরোন এবং পরে পাণ্ডুরনা-নাগপুর মহাসড়কের কাছে সাভলি ফাতাতে খুশির মাথা থেঁতলে তাকে খুন করেন। নাগপুর (গ্রামীণ) পুলিশ এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে এবং বিশদ তদন্ত চলছে। ওয়েবসাইট