গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের
গেড়াখালী এলাকায় চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দাদন মিনা (৫৫) নামের
এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর খবর পেয়ে আজ শুক্রবার প্রত্যুষে সদর
থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করার পর দাদন মিনা মারা যান। নিহত দাদন মাদারীপুর
জেলার শিবচর এলাকার মোহন মিনার ছেলে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোরে খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দাদান মিনাকে উদ্ধার করে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। উদ্ধারের
পর তার কাছ থেকে পাওয়া তথ্যে তার বাড়ীর লোকজনের সাথে আলাপ করে পুলিশ
জানতে পারে নিহত দাদন মিনা মানসিক ভারসাম্যহীন।
পুলিশকে তারা জানায়, তিনি বাড়ী থেকে বের হয়ে আর ফেরেননি। পথ হারিয়ে হয়ত
পটুয়াখালীতে চলে আসেন বলে ধারনা পুলিশের। গভীর রাতে সদর উপজেলার
মাদারবুনিয়ার গেড়াখালী এলাকায় মানুষ তাকে দেখতে পায়। পরে এলাকাবাসীর
ডাকচিৎকারে লোকজন জড়ো হয়ে চোর সন্দেহে তাকে গনপিটুনি দেয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.