দর্পণ ডেস্ক : কলকাতার নায়ক জিৎ ও নায়িকা কোয়েল জুটির নতুন সিনেমা ‘শুরু থেকে শেষ’ মুক্তি পাচ্ছে ঢাকায়। এজন্য বুধবার ১০ জুলাই সেন্সর বোর্ড সদস্যরা চলচ্চিত্রটি দেখেন বলে এক সদস্য নিশ্চিত করেছেন। সেন্সর ছাড়পত্র পেলেই সিনেমাটি আগামী ১৯ জুলাই দেশব্যাপী মুক্তি পাবে।
শুরু থেকে শেষ বাংলাদেশে থেকে আমদানি করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি এটি গত রোজার ঈদেই মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু আমদানি সংক্রান্ত কাগজপত্র প্রস্তুতে দেরি হওয়ায় ঈদের আগে এটি দেশে আনা সম্ভব হয়নি। যেহেতু এখন সম্ভব হয়েছে সেহেতু সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই মুক্তির তারিখ নির্ধারণ করে রেখেছেন। এদিন মুক্তি পেলে বিদেশি সিনেমা ‘শুরু থেকে শেষ’ দেশীয় ‘অবতার’ এর সঙ্গে প্রতিযোগিতা করবে।