দর্পণ ডেস্ক : কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ ইতালিয়ান ক্লাব নাপোলিতে নাম লেখাতে যাচ্ছেন। তবে জার্সি নম্বর নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।
হামেসের প্রিয় জার্সি নম্বর ১০। বায়ার্নে ১১ নম্বর জার্সি পরে খেললেও রিয়াল মাদ্রিদ এবং কলম্বিয়ায় ১০ নম্বর জার্সি পরেই খেলেন তিনি। যদি নাপোলির সঙ্গে হামেসের চুক্তি হয়েই যায়, তবে তিনি কত নম্বর জার্সি গায়ে জড়াবেন এ নিয়ে তাই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।
এদিকে, নাপোলির ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার। গ্লি আজ্জুরিদের হয়ে ১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত মাঠ মাতান ম্যারাডোনা। সেই সম্মানার্থে ম্যারাডোনার আইকনিক ‘১০’ নম্বর জার্সি আজীবন তুলে রাখার সিদ্ধান্ত নেয় নাপোলি কর্তৃপক্ষ।
জনপ্রিয় স্প্যানিশ দৈনিক মার্কার সূত্রে পাওয়া তথ্য মতে, ম্যারাডোনার পুত্র বলেন, ‘মনের ভুলেও ১০ নম্বর জার্সি ছুঁয়ে দেখবে না। ওটা আমার পরিবারের সম্পত্তি। এটা শুধুই আমার বাবার।’
তারই জের ধরে ম্যারাডোনাপুত্র ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র আগেই হামেসকে সাবধান করে দিয়েছেন। বার্তা পাঠিয়েছেন, ‘নাপোলিতে তোমাকে স্বাগতম, তবে মনের ভুলেও আমার বাবার জার্সির দিকে নজর দিও না।’ যদিও প্রিয় ক্লাবে হামেসের যোগদান নিয়ে প্রচণ্ড খুশি ম্যারাডোনা জুনিয়র।