দর্পণ ডেস্ক : দেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় গিয়ে ‘এশিয়ার সেরা পুরুষ মডেল’ খেতাব জিতেছেন বাংলাদেশের ছেলে মেহেদি হাসান পলাশ। তিনি দেশে মডেল পলাশ নামেই পরিচিত।

দক্ষিণ কোরিয়ায় এই প্রতিযোগিতায় যাওয়ার আগে পলাশ জিতেছিলেন ‘ফেস অব বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় রানার আপের পুরস্কার। তবে কোরিয়ায় গিয়ে যে সরাসরি এত বড় পুরস্কার পাবেন, সেটা নিজেও বুঝতে পারেননি। বাংলাদেশ থেকে মডেল বাছাই করতে স্যান্ডালিনা ফেস অব বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতার আয়োজন করে ক্রসওয়াক কমিউনিকেশন এবং কোরীয় বাংলাদেশি প্রতিষ্ঠান কোরবান।

তাদের সঙ্গে অংশীদার হিসেবে ছিল পারসোনা, প্রথম আলো ডটকম, ক্যানভাস, এবিসি রেডিও, হোটেল লা মেরিডিয়ান ও নাগরিক টেলিভিশন। পলাশ জানান, এশিয়ার ২৭টি দেশ থেকে নির্বাচিত ৪ জন করে মডেল অংশ নেন। সব মিলে ১১০ জন প্রতিযোগী।

বাংলাদেশ থেকে ৫ জন নির্বাচিত হয়েছিলেন। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় মানসী কান্তা সরকার নামে একজন যেতে পারেননি।

দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত এশিয়ান মডেল ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হন পাঁচজন। চ্যাম্পিয়ন হন মারুফ রহমান ও শিরিন শিলা, রানারআপ হন মেহেদি হাসান পলাশ ও সাহেলা মজুমদার নিধি। আর বিশেষ বিবেচনায় পঞ্চম বিজয়ী হিসেবে মানসী কান্তা সরকারের নাম ঘোষণা করা হয়। চূড়ান্ত পর্বে মঞ্চে ঘোষিত হয় এশিয়ার সেরা পুরুষ মডেল বাংলাদেশের মেহেদি হাসান পলাশ। এছাড়া আরও দুটি বিভাগে পুরস্কার দেয়া হয়। সেরা নারী মডেল ও গ্র্যান্ড প্রাইজ নামে এই দুটি ক্যাটাগরিতে পুরস্কার জেতেন চীন ও ইন্দোনেশিয়ার দুজন নারী মডেল।