স্বপন বিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার টিওরখালী গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে হাত,মুখ বেঁধে পাঠ ক্ষেতে নিয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার সন্দেহ ভাজন অজ্ঞাত চার যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার টিওরখালী গ্রাম থেকে গ্রেফতার করে শালিখা থানা পুলিশ। গ্রেফতার কৃত আসামীরা হলো,টিওরখালী গ্রামের বাকা খন্দকারের ছেলে ইসলাম (২২) ও ধলা খাঁর ছেলে অন্তর খাঁ,একই গ্রামের ছকোমীর এর দুই পুত্র জুয়েল মীর(১৬) ও রাসেল মীর(১৫)। পুলিশ জানায় গ্রেফতারের পর তাদেরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য শালিখা উপজেলার টিওরখালী গ্রামে শনিবার গভীর রাতে ৮ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া যায়। ভুক্তভুগির পরিবারের সদস্যরা জানান, শনিবার স্কুলের পরীক্ষা শেষে খাবার খেয়ে ও টিভি দেখে রাত ১০টার দিকে মেয়েটি তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বেড়া কেটে ঘরের মধ্যে ঢুকে মেয়েটির মুখ ও গলা চেপে ধরে অচেতন করে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণ শেষে হত্যা করার চেষ্টা করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে মেয়েটির জ্ঞান ফিরলে রাতেই বাড়িতে ফিরে পরিবারের সদস্যদেরকে জানায়। পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্যে মাগুরা ২৫০ সজ্জা হাসপাতালে পাঠান। হাসপাতালে তার অবস্থা এখন খুবই মারাত্মক বলে জানা যায়। এ ব্যাপারে প্রশাসনের কাছে প্রকৃত দশিদের কঠোরও তম শাস্তির দাবী জানিয়েছেন ধর্ষিত মেয়েটির পরিবার।