দর্পণ ডেস্ক : ‘জেমস বন্ড’ সিরিজে খলনায়ক বা ভিলেনের চরিত্রে দেখা যায়। যাকে প্রথম দেখাতেই ভিলেনই মনে হবে। ‘বন্ড টুয়েন্টি ফাইভ’ হবে ব্যতিক্রম। অস্কারজয়ী অভিনেতা ‘বোহেমিয়ান র্যাপসোডি’র নায়ক রামি মালেককে এবার ভিলেনের চরিত্রে দেখা যাবে। এ খবর ইতিমধ্যে সবার জানা হয়ে গেছে। শুটিংয়ে আহত বন্ড ড্যানিয়েল ক্রেগ ফিরেছেন। শুরু করেছেন শুটিং।
বন্ড সিরিজের ২৫তম এ ছবিতে রামি মালিককে করতে হবে এমন এক সন্ত্রাসীর চরিত্র, যা নিয়ে বিশ্বব্যাপী তৈরি হতে পারে নেতিবাচক প্রতিক্রিয়া। নায়ক হয়ে ভিলেনের চরিত্রে অভিনয় করতে তার আপত্তি নেই। কিন্তু সেই চরিত্র যদি হয় ধর্মীয় মৌলবাদীর, তাহলে তিনি সিরিজের সঙ্গে থাকতে চান না। পরিচালককে শুরুতে এই শর্তের কথা জানান রামি মালেক। ছবির চুক্তিপত্রে সই করার আগে বন্ডের নতুন পরিচালক ক্যারি ফুকুনাগাকে সেই শর্ত দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘বন্ডের এ চরিত্রটি দারুণ এবং তা নিয়ে আমি রোমাঞ্চিত। কিন্তু ক্যারির সঙ্গে একটা বিষয় নিয়ে আমাকে কথা বলতেই হয়েছে। তাকে বলেছি, ‘কোনো ধর্ম বা আদর্শের অনুসারীকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরার মাধ্যমে আমরা মানুষকে বিনোদন দিতে পারব না। আমাকে যদি সে রকম কোনো চরিত্রের জন্য তুমি নিতে চাও, তাহলে আমাকে বাদ দাও।’
পরিচালক ফুকুনাগাও তাকে এসব না ভেবে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রামি যেমনটি ভেবেছিলেন, তেমন চরিত্রের জন্য আমরা তাকে নিইনি। এটা একটা অন্য রকম সন্ত্রাসীর চরিত্র।’
ছবির প্লট থেকে জানা গেছে, রহস্যময় এক সন্ত্রাসী হিসেবে দেখা যাবে ছবির ভিলেনকে। যে কি না ব্যবহার করবে অত্যাধুনিক সব মারণাস্ত্র। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে রামি নিশ্চিত করেছেন, তিনি ছবিতে ভিলেনের চরিত্র করছেন।
এদিকে পায়ের অস্ত্রোপচার ও বিশ্রামের পর শুটিংয়ে ফিরেছেন ‘বন্ড’ সিরিজের প্রধান চরিত্র ড্যানিয়েল ক্রেগ। শোনা যাচ্ছে সিরিজের এই ছবির পরে তাকে আর বন্ড হিসেবে দেখা যাবে না।
গত মে মাসে জ্যামাইকায় শুটিং করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পায়ের শিরা ক্ষতিগ্রস্ত হলে তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেয়া হয়। এ সময় অবশ্য শুটিং থেমে থাকেনি। দুই সপ্তাহ বিশ্রামের পর ক্রেগ আবার শুটিংয়ে ফিরেছেন। আবার ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় শুরু করেছেন তিনি।
‘বন্ড’ সিরিজের এ ছবির শুটিং হচ্ছে অনেকগুলো লোকেশনে। সেগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নরওয়ে, জ্যামাইকার বিভিন্ন শহর। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ৮ এপ্রিল। বিজনেস স্ট্যান্ডার্ড ও টাইমস অব ইন্ডিয়া