গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন
আওয়ামী লীগের সহ-সভাপতি রহমান তালুকদারের বাড়িতে ফের সশস্ত্র সন্ত্রাসীরা
হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে। বাসার নিচতলায় ভাংচুর চালানো হয়। কুপিয়ে
তছনছ করা হয় বেড়াসহ আসবাবপত্র। এসময় যুবলীগ নেতা কবির গাজীর ওপর হামলা
চালানো হয়। জীবন রক্ষায় কবির গাজী পুকুরে ঝাঁপ দেয়। তার ঘরের বেড়া কুপিয়ে
তছনছ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সশস্ত্র ২০/২৫ সশস্ত্র
সন্ত্রাসী হোন্ডার বহর নিয়ে আচমকা হামলা ভাংচুর তান্ডব চালায়। এরা রহমান
তালুকদারের ভাড়া গুদামঘর ভেঙ্গে এসিআই কোম্পানির মালামাল লুটে নেয়।
রহমান তালুকদার দোতালয় আশ্রয় নিয়ে রক্ষা পেয়েছে। কলাপাড়া থানা পুলিশ
ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা সটকে পড়ে। রহমান তালুকদারের অভিযোগ
মোস্তফাপুর গ্রামের টোকাই শফিকের নেতৃত্বে নাজমুল, সুমন, সাগর, শাওন.
কুদ্দুস, নাজমুলসহ ২০-২৫ জন সন্ত্রাসী এ নারকীয় তান্ডবে অংশ নেয়। একই
এলাকার সত্তার শরীফের নির্দেশে তাকে খুনের উদ্দেশে এমন হামলা চালানো হয়
বলেও রহমান তালুকদারের অভিযোগ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইতোপুর্বেও পাখিমারা বাজারে রহমান তালুকদারের ওপর সশস্ত্র হামলা চালানো
হয়। ফের সশস্ত্র হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের ত্যাগী
নেতাকর্মীসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রাতে ঘটনা শুনেই সেখানে পুলিশ
পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া
হবে।
মুক্তিপনের দাবিতে তিন জেলেকে আটকে মারধর
অপরদিকে সাগরে ট্রলারের মাঝি আলী হোসেন খাঁ, ছেলে জহিরুল খাঁ ও ভাই
কামালকে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে ধরে এনে চাপলী বাজারের সমিতির ঘরে
বৃহস্পতিবার দুপুরে দুই ঘন্টা আটকে মারধর করা হয়। জহিরুল জানায় ক্রিকেট
খেলার একটি ষ্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। এক পর্যায় ষ্ট্যাম্পটি
ভেঙ্গে যায়। দুই ঘন্টা পরে এদের ছেড়ে দেয়া হয়। ধূলাসারের চিহ্নিত হাবিব
মৃধার নেতৃত্বে শহিদুলসহ একটি চক্র এমন অপকর্ম করেছে বলে অসংখ্য মানুষের
অভিযোগ। গঙ্গমতির সাগরের হাইরের পয়েন্টে জাল দিয়ে মাছ ধরার জন্য একটি
প্রভাবশালীমহল ট্রলার প্রতি পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে বলে
জনশ্রুতি রয়েছে