hdr

গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আ’লীগ সম্পাদক ও
উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান’র বাসার সামনে গুলি বর্ষন
নিয়ে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি পদ
প্রত্যাশী ফয়জুল ইসলাম আশিক তালুকদার। শুক্রবার (৫জুলাই) বিকেল ৪টায়
স্থানীয় প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আশিক বলেন, ’আমরা কখনও অস্ত্র, গুলি নিয়ে
রাজনীতি করি না। এর আগে এতিমখানা এলাকায় প্রকাশ্য দিবালোকে শট গান সহ
দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা হয়েছে। ওই হামলা কারা করেছে আপনারা
গনমাধ্যম কর্মীরা ভালো জানেন।’

আশিক আরও বলেন, ’আমি যেন উপজেলা ছাত্রলীগ সভাপতি হতে না পারি সেই জন্য
রাকিবুল আহসান তার বাসার সামনে গুলি’র শব্দ নিয়ে আমার ও আমার
নেতা-কর্মীদের উপর বিভিন্ন ষড়যন্ত্রমূলক অভিযোগ চাপানোর চেষ্টায় লিপ্ত
হচ্ছেন। তাই তার ভিত্তিহীন মিথ্যা অভিযোগে করা সংবাদ সম্মেলনের তীব্র
নিন্দা জানিয়ে তিনি দোষীদের শাস্তি দাবী করেন। এছাড়া জীবনের নিরাপত্তা
দাবী করে ৪ জুলাই কলাপাড়া থানায় তিনি ১৮৩ নম্বর জিডি করেন।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ
চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক
অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান
শিমু, মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, টেনু মৃধা, শাহরিয়ার সবুজ সহ
অর্ধশতাধিক নেতা-কর্মী।

কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম আশিক’র জিডি দায়েরের সত্যতা স্বীকার
করে বলেন, ’বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা
নেয়া হবে।’

এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম
রাকিবুল আহসানের বাসভবনের সামনে গুলি বর্ষনের ঘটনায় সন্ত্রাসীদের
গ্রেফতার সহ তার নিরাপত্তার দাবিতে ২জুলাই দুপুরে স্থানীয় প্রেসক্লাবে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দুই পৌরসভার মেয়র, ৯ ইউপি চেয়ারম্যান সহ
শতাধিক আ’লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।