দর্পণ ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রী নওশীন নাহরিন মৌ অভিনয়কে বিদায় জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি মডেল ও আরজে হিসেবেও কাজ করেছেন তিনি। অভিনয়কে বিদায় জানানোর বিষয়ে গণমাধ্যমকে নওশীন জানান, এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। বর্তমানে আমার হাতে আর কোনো কাজ নেই। নতুন কোনো কাজেও যুক্ত হইনি।
তিনি আরও বলেন, কিছুদিন আগে ওমরাহ হজ করে এসেছি। এরপরই অভিনয় থেকে সরে এসেছি। নিজের ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরাও আমার এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল অভিনয় অঙ্গন থেকে দূরে থাকার। নানা কারণে সেটা বাস্তবায়ন করতে পারছিলাম না। সম্প্রতি সে পরিকল্পনাটিই বাস্তবায়ন করেছি।
ইউটিউবে সম্প্রতি নিজস্ব চ্যানেল খুলেছেন নওশীন।