দর্পণ ডেস্ক : হৃদয় খান আগের চেয়ে গান করা এখন বেশ কমিয়ে দিয়েছেন। বেছে বেছে ভালো মানের কাজই কেবল করছেন। অন্যদিকে পড়শীও মানসম্পন্ন গানের প্রতি মনোযোগী। হৃদয় ও পড়শী এর আগে বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন, যেগুলো শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। তবে নতুন খবর হলো এবার আরো একটি গানে কণ্ঠ দিলেন তারা। এটি একটি চলচ্চিত্রের গান।
সম্প্রতি হৃদয়ের স্টুডিওতে এ গানটির কণ্ঠ ধারণ করা হয়েছে। হৃদয় বলেন, বেশ ভালো একটি গান হয়েছে। পড়শী বরাবরের মতোই ভালো গেয়েছে। আশা করছি আমাদের দ্বৈত এ গানটি ভালো লাগবে সবার।
পড়শী বলেন, হৃদয় ভাইয়ার সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। তিনি আমার প্রিয় একজন শিল্পী-সংগীত পরিচালকও। আমাদের এবারের গানটিও সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।
গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবির নাম ‘সাপলুুডু’।