দর্পণ ডেস্ক : একজোড়া জুতোর দাম ২৭ লক্ষ টাকা দেখে নাকি হতভম্ব এই প্রবীণ অভিনেতা।মাথাটা সত্যিই গুলিয়েই গেছে ঋষি কাপুরের! আপনারও নিশ্চয়ই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিজের চোখে দেখার পরেও নাকি অনেকক্ষণ বুঝতে সময় লেগেছে ঋষির। তারপরেই সেই জুতোর ছবি তুলে শেয়ার করে জানিয়েছেন সব্বাইকে! বলেছেন, জুতোর দাম দেখে মাথা ঘুরে গেছে তাঁর।
সম্প্রতি, তিনি নিউ ইয়র্কের একটি জুতোর দোকানে গিয়েছিলেন। সেখানে জুতোর এই দাম দেখে চক্ষু ছানাবড়া অভিনেতার। তাঁর কথায়, জুতোর দাম নাকি শুরু ৩.৪ লাখ টাকা থেকে। সবচেয়ে বেশি দামের জুতো বা স্নিকার্স ২৭ লক্ষ টাকা! ঋষি আবার জুতোর গায়ে লাগানো ট্যাগের ছবি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
“এত বড় স্নিকার্সের শো-রুম আমি আগে দেখিনি। ১২ হাজারের একদম নতুন স্টাইলের মডেল রয়েছে এখানে। এমনিতেই স্নিকার্স এখন বিশ্বের মধ্যে প্রথম সারির জুতো প্রস্তুতকারী সংস্থা। তা বলে জুতোর দাম এত! এটা নিতে পারলাম না।”