দর্পণ ডেস্ক : অসাধারণ প্রতিভার জন্য ক্লাব ফুটবলের নজর এখন জোয়াও ফেলিক্সের দিকে। তাকে বলা হয় ভবিষ্যতের ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো পরিকল্পনায় ব্যস্ত ফেলিক্সেকে নিয়ে।
তবে পর্তুগিজ এ তারকা মাদ্রিদের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যাচ্ছেন বলেন গুঞ্জন ইংলিশ ও স্প্যানিশ গণমাধ্যমগুলোর। প্রতিভাবান এ তারকার জন্য নাকি ১০৭ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত ডিয়েগো সিমিওনের দলটি।
১০৭ মিলিয়ন ইউরোতে ফেলিক্স অ্যাটলেটিকোতে এলে তা ট্রান্সফারের দিক থেকে সেরা পাঁচের রেকর্ডে থাকবে। নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ফিলিপ কৌতিনো ও উসমান দেম্বেলের পর পর্তুগিজ এ তরুণই হবেন বিশ্বের পঞ্চম দামি ফুটবলার।
উল্লেখ্য, চলতি মৌসুম শেষেই অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আঁতোয়ান গ্রিজমান। এরপর থেকে তার বিকল্প খোঁজা শুরু করেছে মাদ্রিদের ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, গ্রিজমান ক্লাব ছাড়লে ফেলিক্সকে দিয়ে নাকি সেই শূন্যতা পূরণ করতে চাইবে ওয়ান্দা মেট্রোপলিটানোর ক্লাবটি। এখন শুধু অপেক্ষা।