দর্পণ ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান। তবে এই জয়ের কৃতিত্বটা ওপেনারদেরই দিতে চান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচ শেষে সরফরাজ বলেন, ‘পুরোটাই দলীয় পারফরম্যান্স। দুই ওপেনারকে কৃতিত্বটা দিতেই হয়। তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। পরে বাবর আজমও। এবং হারিস সোহেলও অসাধারণ পারফরম্যান্স করেছে।’

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হারের পর এবার দলে পরিবর্তন আনে পাকিস্তান।

বিশ্বকাপে খেলার সুযোগ পান হারিস সোহেল। সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন হারিস। ব্যাট হাতে খেলেছেন ৫৯ বলে ৮৯ রানের ইনিংস। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের কম্বিনেশনে পরির্বতন এসেছি। কিছু পরিবর্তন দলের জন্য ভালো। হারিস সোহেলের ব্যাটিং দেখে মনে হয়েছে, সে রানের জন্য ক্ষুধার্ত। তার ব্যাটিংয়ে ম্যাচের টানিং পয়েন্ট ছিল। সোহেলের ব্যাটিং ছিল বাটলারের মতো।’

ফিল্ডিং নিয়ে সরফরাজ বলেন, ‘আমাদের এখনো ফিল্ডিং নিয়ে পরিশ্রম করতে হবে।
ম্যাচে কয়েকটি ক্যাচ হাতছাড়া করেছি।’

বিশ্বকাপে আরো তিন ম্যাচ বাকি পাকিস্তানের। আগামী ২৬ জুন নিউজিল্যান্ডর বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পরে আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। পরবর্তী ম্যাচগুলোর ব্যাপারে সরফরাজ বলেন, ‘বাকি তিনটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে ভুলগুলো শুধরে মাঠে নামতে হবে।
রোববারের ম্যাচে বোলিং দুর্দান্ত হয়েছে। এর কৃতিত্বটা আমিরকে দিতে হয়। দ্রুত উইকেট তুলে নিয়েছে। সাদাবও দারুণ বল করেছে।