দর্পণ ডেস্ক : নিজেদের মাঠ সাও পাওলোতে পেরুর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো ব্রাজিল। রোববার করিন্তিয়ান্স অ্যারিনায় পেরুর বিপক্ষে ৫-০ গোলে জয় তুলে নেয় স্বাগতিক ব্রাজিল। এর আগে বলিভিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করে সেলেসাওরা। পরে ম্যাচে গোল উৎসবে মাতলো ৮ বারের চ্যাম্পিয়নরা। এতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা ভেনিজুয়েলার সংগ্রহ ৫ পয়েন্ট। পেরু অবস্থান তিনে, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। তিন ম্যাচে বলিভিয়ার অবস্থান তালিকার সবার নিচে।
এদিন ব্রাজিলের হয়ে গোল করেন ক্যাসিমিরো, ফিরমিনো, এভার্টন, আলভেস এবং উইলান। ম্যাচের ১২তম মিনিটেই পেরুর জাল কাঁপান রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসিমিরো। কুটিনহোর কর্নার থেকে হেডে গোল করেন ক্যাসিমিরো।
এর ৭ মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ২-০ করেন রবার্তো ফিরমিনো। বক্সের মধ্যে গালেসের শট ফিরমিনোর গায়ের স্পর্শে গোলপাস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল নিজের দখলে নিয়ে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে পেরুর জালে বল জড়ান লিভারপুল মিডফিল্ডার ফিরমিনো।
ম্যাচের ৩২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে দলের তৃতীয় গোলটি এনে দেন এভার্টন সোয়ারেজ। ম্যাচের ৫৩ মিনিটে গোল সংখ্যা এক ‘হালি’ পূর্ণ করেন ব্রাজিলিয়ান অধিনায়ক দানি আলভেস। ম্যাচের শেষ মিনিটে দুর্দান্ত শটে ৫ গোল পূর্ণ করেন উইলিয়ান। শরীর শূন্যে ছুড়ে দিয়েও চেলসি মিডফিল্ডারের দারুণ শটটি নাগাল পাননি পেরু গোলরক্ষক।