দর্পণ ডেস্ক : প্রায় সাড়ে ৩ মাসের এক শিশুকে আছড়ে আছড়ে হত্যা করল তার বাবা।পুলিশ সূত্রে খবর, হত্যার চেষ্টায় বারবার দুধের শিশুটিকে ছুঁড়ে ফেলে তার বাবা, ফলে শিশুটির হাত-পা ভেঙে যায়, থেঁতলে যায় মুখও,বিকৃত হয়ে যায় ছোট্ট মেয়েটির শরীর।এই মর্মান্তিক ঘটনার খবরে শিউরে উঠছেন শহরবাসী। নিজের বাবা হয়ে ছোট্ট শিশুটিকে যেভাবে অত্যাচার করে মেরে ফেলেছে অভিযুক্ত ব্যক্তি তা এককথায় অবর্ণনীয়।
পুলিশ জানিয়েছে, কলকাতার কোল বার্থ রোডের বাসিন্দা শেখ রাজু অভিযুক্ত ব্যক্তি।দক্ষিণ বন্দর পুলিশ থানার অফিসার জানিয়েছেন, বুধবার ওইভাবে নিজের শিশুকন্যাকে হত্যা করে ওই ব্যক্তি।শিশুটির মা আফসারি বেগমের অভিযোগ অনুসারে শিশুটির বাবা অভিযুক্ত শেখ রাজুকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্ত্রী পরপর শিশুকন্যা জন্ম দেওয়ায় বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিল অভিযুক্ত ব্যক্তি, এ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত তার।শিশুটির মায়ের অভিযোগ অনুযায়ী মেয়েকে মেরে ফেলতে বেশ কয়েকবার তাকে মাটিতে ছুঁড়ে ফেলে শেখ রাজু। মাত্র সাড়ে ৩ মাস বয়সের দুধের শিশুটির হাত-পা ভেঙে যায়, থেঁতলে যায় তার মুখ, শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।বারবার অভিযুক্ত ব্যক্তিকে শিশুটির মা বাধা দেওয়ার চেষ্টা করলেও নিস্তার মেলেনি শিশুটির।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির লাশের ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই অভিযুক্ত শেখ রাজুর বিরুদ্ধে ফাইনাল চার্জশিট দায়ের করা হবে।