দর্পণ ডেস্ক : স্পেনের ‘বছর সেরা বিয়ে’তে দাওয়াত পাননি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিয়েটা তার দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোসের। ৯ বছর রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলেছেন রামোস ও রোনালদো। গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়েন রোনালদো। ওই সময়ই তাদের মধ্যকার সম্পর্কের অবণতি হয়।
আগামী শনিবার টিভি উপস্থাপিকা ও তার তিন সন্তানের জননী পিলার রুবিও বিখ্যাত ক্যাথেড্রালে বিয়ে করবেন স্প্যানিশ ফুটবলার রামোস। বিয়েতে অতিথির তালিকায় আছেন ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া, জেরাড পিকে ও তার স্ত্রী পপ তারকা শাকিরা।
রিয়াল মাদ্রিদের অধিনায়ক রামোসের নিজের শহরেই বিয়েটা হচ্ছ। আমন্ত্রণ জানানো হয়েছে ৫০০ অতিথিকে।
এ তালিকায় আরও আছেন লুকা মদ্রিচ, জিনেদিন জিদান, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, ফার্নেন্দো হেইরো, রোনালদো নাজারিও, রবার্তো কার্লোস, ভিসেন্তে দেল বস্ক ও ইকার ক্যাসিয়াস। সূত্র : দ্য সান