দর্পণ ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বেশ কয়েক বছর ধরে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। এবার সে কাজের স্বীকৃতি হিসেবে ইউনিসেফ ‘ড্যানি কায়ে হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ দিচ্ছে এ অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কা টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার দেয়ার জন্য ইউনিসেফকে ধন্যবাদ। ইউনিসেফের হয়ে যে কাজ করছি, তা আমার জীবনে সেরা পাওয়া। এখানেই শান্তি আর স্বাধীনতা খুঁজে পাই।’ নিউইয়র্কে আগামী ৩ ডিসেম্বর পুরস্কার দেয়া হবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ইউনিসেফের হয়ে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত তিনি কাজ করেছেন শিশুদের অধিকার নিয়ে। পাশাপাশি, নারীর ক্ষমতায়ন, পরিবেশ দূষণ, লিঙ্গবৈষম্য ইত্যাদি বিষয় নিয়েও তিনি আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় থেকেছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.