দর্পণ ডেস্ক : যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত অভিনেতা নানা পাটেকর ক্লিননচিট পেলেন। প্রবীণ এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার কোনো প্রমাণ নেই। মুম্বাই হাইকোর্টে বুধবার এই চার্জশিট দিল মুম্বাই পুলিশ। এই চার্জশিট পেশের সঙ্গে সঙ্গেই অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা যৌন হেনস্তার অভিযোগ থেকে মুক্তি পেলেন নানা পাটেকর। আর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তনুশ্রী।
১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় নানা নাকি তনুশ্রীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। মুম্বাই পুলিশের কাছে এমনই অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। বুধবার বি সামারি রিপোর্টে পুলিশ জানায়, নানার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ফলে, এই মামলা চালাতে মুম্বাই পুলিশ অপারগ।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তনুশ্রী বলেছেন, জানতাম এমনটাই হবে। আমি এতে একটুও অবাক হইনি। ভারতে আমরা নারীরা প্রশাসনের থেকে এ ধরনের ব্যবহার পেতেই অভ্যস্ত। একদিন আমার সঙ্গে হয়েছে, এবার বলিউডে কাজ করতে আসা নতুন অভিনেত্রীদের সঙ্গে রোজ ঘটবে। সাজানো মিথ্যা সাক্ষী জোগাড় করে পার পেয়ে গেলেন নানা পাটেকর।