দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কাল রোববার সংবাদ সম্মেলনে আসছেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কাল বিকেল পাঁচটায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশে তার ১১ দিনের সফর নিয়ে জানাতে সংবাদ সম্মেলন করবেন।
আজ শনিবার সকালে ফিনল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখান থেকে সৌদি আরব হয়ে ফিনল্যান্ড যান প্রধানমন্ত্রী।