দর্পণ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় গত চারদিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। ঈদের আগের দিন থেকে শুক্রবার পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বাগাতিপাড়া-দয়ারামপুর সড়কে সর্বাধিক ১১ জন আহত হয়েছেন। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের আগের দিন বাগাতিপাড়া-দয়ারামপুর সড়কের পেড়াবাড়িয়ায় ময়েন উদ্দিন (৬৮), আস্তিকপাড়ায় ইমাজ উদ্দিন (৫৫), চিথলিয়া-লোকমানপুর সড়কের চিথলিয়া বাজারে সাহাদত মন্ডল (৬৫), লোকমানপুর-খাটখইর সড়কের খাটখইর এলাকায় মৌসূমী আক্তার (৩৯) মোটর সাইকেলের ধাক্কায় আহত হন। এদিকে ঈদের দিনে বাগাতিপাড়া-দয়ারামপুর সড়কের জয়ন্তিপুরে আ. সালাম (৩০), একই সড়কের লক্ষণহাটীতে স¤্রাট আলী (১৮), মাহফুজ আলী (১৭), হামিদুল ইসলাম (১৬) মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আহত হন। অন্যদিকে ঈদের পরের দিন বৃহস্পতিবার বাগাতিপাড়া-দয়ারামপুর সড়কের পেড়াবাড়িয়ায় সোহাগ আহম্মেদ (২৭), একই সড়কের লক্ষণহাটীতে লিখন আলী (১৫), পিয়াস আলী (১৬), রাশেদুল ইসলাম (১৭), মানিক মিয়া (১৮), আব্দুর রশিদ (২৬), হাসান আলী (২৬), নাটোর-বাগাতিপাড়া সড়কের কোয়ালী পাড়ায় মাহাবুব হোসেন (৪২), ইসমাইল হোসেন (৪৫), এবং শুক্রবার নওদাপাড়ায় মুসা আহম্মেদ (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনা আহত হন। আহতদের সবাইকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, ঈদের মধ্যে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারনে এসব দুর্ঘটনা ঘটেছে। তবে আগামীতে ঈদ মৌসুমে দুর্ঘটনা এড়াতে চেকপোস্ট বসিয়ে বেপরোয়া গাড়ি চালানো বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।