দর্পণ ডেস্ক : তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই এখন এই কয়েকটি শব্দের মধ্যে ঘোরাফেরা করছে।জয় শ্রী রামের পাল্টা জয় হিন্দ, জয় বাংলা- বন্দেমাতরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম শুনে মেজাজ হারাচ্ছেন বলে তার বাড়িতে জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি।

এবার পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় ১০ হাজার জয় হিন্দ এবং জয় বাংলা- বন্দেমাতরম লেখা পোস্টার পাঠালো তৃণমূল। এএনআই বলছে দমদম ডাকঘর থেকে নিউদিল্লিতে প্রধানমন্ত্রীর ঠিকানায় এই চিঠিগুলো পাঠানো হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিজে গোটা বিষয়টি দেখভাল করেছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান বলেন, আমরা আসলে বোঝাতে চাইছি মানুষ যে সব আদর্শকে পাথেয় করে চলে সেগুলো তাদের মনেই থাকে রাস্তায় কারও গাড়ির সামনে গিয়ে চিৎকার করার কোনও প্রয়োজন পড়ে না। চেয়ারম্যানের এই মন্তব্য করার একটি বাস্তব দিক রয়েছে।

গত কয়েকদিনে বারবার দেখা গিয়েছে কখনও মুখ্যমন্ত্রীর গাড়ি কখনওবা রাজ্যের মন্ত্রীরা বৈঠক করছেন এমন কোনও বাড়ির সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। গত এক মাসের মধ্যে দু-দুবার মুখ্যমন্ত্রীর গাড়ির একেবারে সামনে এসে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন বেশ কয়েকজন। তা নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন মমতা।

একইভাবে কাঁচরাপাড়ায় দিন কয়েক আগে এক তৃণমূল কর্মীর বাড়িতে বৈঠক করছিলেন রাজ্যের কয়েকজন মন্ত্রী। তাদের উপস্থিতির কথা জানতে পেরে বাড়ি ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে  যাচ্ছে  দেখে পুলিশ লাঠিচার্জ করে। এর  প্রতিবাদে প্রথমে কাঁচরাপাড়া স্টেশন পরে জগদ্দল থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি।

এরইমধ্যে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানান এখন থেকে গেরুয়া শিবিরের নেতারা বাংলায় জয় শ্রীরামের  পাশাপাশি জয় মহাকাল ধ্বনিও দেবেন। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মনে হচ্ছে রামের টিআরপি কমে গিয়েছে তাই অন্য স্লোগান ব্যবহার করতে হচ্ছে বিজেপিকে।