দর্পণ ডেস্ক : ইটভাটার কালোধোয়া ও তাপে নষ্ট হওয়া ধানের ক্ষতিপূরণ পেয়েছে মানিকগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকরা। গতকাল বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার সলন্ডি এলাকার কেজি স্কুলের আঙ্গিনায় এই ক্ষতিপূরণ দেয়া হয়। ক্ষতিগ্রস্ত ধানের জন্য শতাংশ প্রতি ৩০৩ টাকা করে ১৩৯ জন কৃষককে ক্ষতিপূরণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.