দর্পণ ডেস্ক : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারের লক্ষে পাটুরিয়াসহ সব ঘাটে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বাড়িত যানবাহন পারাপারের জন্য ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। নৌপথ পুরোপুরি সচল করা হয়েছে। কাজেই এবারের ঈদে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি যেতে পারবে যাত্রীরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরির্দশনে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় মন্ত্রী আরো বলনে, নৌপথগুলো সচল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। নৌপথ ছাড়া মহাসড়কও যানজট মুক্ত থাকে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে যাত্রী ও সাধারণ মানুষের সহযোগীতায় এবাররে ঈদ যাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হবে।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়রে সচিব মো: আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রনয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস, এম ফরেদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, বিআইডব্লিউটিসির ডিজিএম আজমল হোসনে উপস্থতি ছিলেন।
পরে মন্ত্রী ঢাকা ফেরিতে চড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরির্দশনে যান।