দর্পণ ডেস্ক : লোকসভা নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে প্রবীণ নেত্রী তথা কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন দেশের নাগরিকদের। এবারের নির্বাচনের ভোট গণনা শুরু হতেই দেখা যাচ্ছে মোদি ঝড়ে দেশে বেশির ভাগ রাজ্যেই বিরোধীরা পর্যদুস্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৫৪২টি আসনের মধ্যে ৩৪৯টি আসনে এগিয়ে বিজেপি। অনেক পিছনে কংগ্রেস। তারা এগিয়ে ৯৩টি আসনে।
সুষমা নিজের টুইটে লিখেছেন— ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন বিপুল ভোটে বিজেপির জয়ের জন্য অনেক অভিনন্দন। জনগণের কাছে আমরা কৃতজ্ঞ।’ ধারণা করা হচ্ছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবার ৩৪৩টি আসন পেতে পারে। গত লোকসভা নির্বাচনে ৩৩৬টি আসন পেয়েছিল তারা। এর মধ্যে বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। ৫৪৩টির মধ্যে ৫৪২টি লোকসভা আসনে এবারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকার গড়তে ২৭২টি আসন পেতে হবে সংশ্লিষ্ট দলকে। রবিবার নির্বাচনের পরে প্রকাশিত এগজিট পোলের হিসেব অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৪৩ লোকসভার আসনের মধ্যে ৩০০-রও বেশি আসন নিয়ে জয়ী হবে এবারের নির্বাচনে। বিরোধীরা অবশ্য সেই হিসেব মানতে চায়নি।