দর্পণ ডেস্ক : লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার দুদিন আগে চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মৃত্যু চান। আগেই নিজের সরকারি নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কেজরিওয়াল। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিলেন তিনি। গত সপ্তাহে পাঞ্জাবের একটি নিউজ চ্যানেলকে এএপি সুপ্রিমো বলেন, ‘প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তাকেও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা মেরে ফেলতে পারেন।’ এ নিয়ে নানা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল সোমবার টুইটারে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ‘নিজের নিরাপত্তারক্ষীদের দিকে অভিযোগের আঙুল তুলে আপনি দিল্লি পুলিশের বিশ্বাসযোগ্যতাকেই বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন। আপনি যদি নিজেই আপনার নিরাপত্তারক্ষী নির্বাচন করে নেন তাহলে সব দিক থেকেই ভালো হয়। কোনও রকম সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার দীর্ঘায়ু কামনা করি।’ এই টুইটের জবাব দিতে গিয়ে হিন্দিতে কেজরিওয়াল লেখেন, ‘বিজয়জি বিষয়টি আমার নিরাপত্তারক্ষী সংক্রান্ত নয়। আসলে মোদিজি আমার মৃত্যু চান।’ ওয়েবসাইট
নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করায় কেজরিওয়ালের সমালোচনায় সরব হয়েছে বিজেপির দিল্লি শাখা। দলের মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর দিল্লি পুলিশকে এ নিয়ে একটি চিঠিও লিখেছেন। তাতে তার দাবি কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করা হোক। পাশাপাশি তাকে ক্ষমা চাইতে বলার দাবিও তোলা হয়েছে।
গত কয়েক বছরে বারবার আক্রান্ত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কখনও দিল্লির সচিবালয় ঢুকে তাকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। কখনও আবার প্রচার করতে গিয়ে থাপ্পড় খেয়েছেন কেজরিওয়াল। এ ধরনের আক্রমণ বারে বারে হওয়াতেই তার আশঙ্কা তাকে মেরে ফেলার ছক কষা হয়েছে। একাধিকবার সংবাদ মাধ্যমে তাকে বলতে শোনা গিয়েছে, ‘আমার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিচ্ছে। মন্ত্রিসভার সদস্য থেকে বিধায়কদের হেনস্থা করা হচ্ছে। আমার আত্মীয়দেরও বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। ‘ এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিলেন এএপি প্রধান।