দর্পণ ডেস্ক : অপু বিশ্বাস অভিনীত ঈদে কোনো ছবি মুক্তি না পেলেও ঈদ উপলক্ষে বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। এরই মধ্যে ঈদের বিভিন্ন টিভি শোর অতিথি হিসেবে ডাক পেয়েছেন তিনি। আর মঙ্গলবার ধানমন্ডিতে একটি ব্র্যান্ডের ফ্যাশন হাউজের ফটোসেশনের জন্য ক্যামেরার সামনে হাজির হন এই তারকা। ফ্যাশন হাউজটির মডেল হিসেবে কাজ করলেন তিনি। অপু বিশ্বাস জানান, এ ধরনের ফটোসেশন সাধারণত ঈদেই করা হয়। মেহজাবিন নামে এই ফ্যাশন হাউজের ফটোসেশনে চিত্রনায়ক ইমনও অংশ নেন। কোরিওগ্রাফি করেছেন গৌতম দাদা এবং ছবিগুলো তুলেছেন ইনাম ভাই। ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম জানান, ফটোসেশনের কাজটি বেশ ভালো হয়েছে। এবার ঈদে অপুকে মেহজাবিন ফ্যাশন হাউজের পোশাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। এদিকে অপু বিশ্বাস বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে তার ফেসবুক ভেরিভাইড পেইজে নানা মতামত পোস্ট করেন।
গত মঙ্গলবার রাতে তিনি ‘জলাতঙ্ক রোগ’ সম্পর্কে সবাইকে সচেতন করতে এক ভিডিওবার্তা প্রকাশ করেছেন। প্রকাশিত ৪ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে অপু বলেছেন, মরণব্যাধি এই রোগের নানা দিক নিয়ে।
উল্লেখ্য, সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস দম্পতির ছেলে আব্রাম খান জয়। কাজের বাইরে তাকে ঘিরেই সময় কাটে অপু বিশ্বাসের। বর্তমানে এ অভিনেত্রী বাংলাদেশের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ও কলকাতার ‘শর্টকাট’ নামে দুটি ছবির কাজ করছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.