দর্পণ ডেস্ক : জটিলতায় পড়েছেন জাহিদ হাসান। নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও বিয়ে করতে পারছেন না। এদিকে দিন দিন তার বয়স বেড়ে যাচ্ছে। অনেকেই বিভিন্ন কথা বলছেন তাকে নিয়ে। কিছু দিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন তিনি। যাকে তাকেও বিয়ে করা সম্ভব নয় তার। তবে বাস্তবে নয়, আসছে ঈদের দুটি নাটকে বিবাহ নিয়ে জটিলতায় পড়া অবস্থায় দেখা যাবে এই অভিনেতাকে। নাটক দুটি হলো ফরহাদ লিমনের রচনায় শেখ সেলিমের খ- নাটক ‘মামুন মামা’ এবং সাগর জাহানের সাত পর্বের ধারাবাহিক ‘সৌদি গোলাপ’। এই অভিনেতা বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানান। গেল মাসে আদিবাসী মিজানের সাত পর্বের ‘ডায়াবেটিস’ শিরোনামের একটি ধারাবাহিক দিয়ে ঈদের নাটকের শুটিং শুরু করেন তিনি। এরমধ্যে ‘আলাল-দুলাল’ শিরোনামের আরো আরেকটি নাটকের শুটিং শেষ করেছেন। জাহিদ হাসান বলেন, এই সময়ে ঈদের নাটকে বেশ ব্যস্ত সময় পার করছি। রমজানের শেষ সপ্তাহ পর্যন্ত ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। আর এবারের ঈদের নাটকগুলো গেল ঈদের চেয়ে ব্যতিক্রম কিছু হচ্ছে বলতে পারি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.