প্রতীকী ছবি
গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় যৌতুকের দাবীতে মানসিক ও
শারিরীক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে রোখসানা
(২৫) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পুর্ব বাদুরতলী গ্রামের
স্বামীর বাড়ি থেকে রোখসানা’র ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
পটুয়াখালী মর্গে প্রেরন করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহিন
ওরফে ড্যানি পলাতক রয়েছে। নিহত গৃহবধূর জুনায়েদ (৭) নামের এক শিশু সন্তান
রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টিয়াখালী ৮নং ওয়ার্ডের শাহিন
ওরফে ড্যানি’র সাথে পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলি উপজেলার সোনাউটা
গ্রামের আমির হোসেন খাঁ এর কন্যা রোখসানা’র বিয়ে হয় প্রায় ৮ বছর আগে।
বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে মানসিক ও শারিরীক নির্যাতন করে আসছিল
স্বামী শাহিন। এনিয়ে যৌতুকের মামলা করার উদ্যোগ নেয় রোখসানা। মঙ্গলবার
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়েরের পূর্বেই
পুলিশ রোখসানা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: শাখাওয়াত জানান, এ ঘটনায় থানায় একটি
ইউডি মামলা হয়েছে। যৌতুকের দাবীতে শারিরীক-মানসিক নির্যাতনের বিষয়টি
তদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারন জানা
যাবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.