দর্পণ ডেস্ক :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মোস্তুফা ওরফে মস্তু (৩৮) নিহত হয়েছে। গত রবিবার রাতে উপজেলা হারুয়া এলাকায় বন্দুকযুদ্ধে সে গুরুতর আহত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে রবিবার রাতে উপজেলা হারুয়া এলাকায় অভিযান চালিয়ে তুলিয়াটি গ্রামের আব্দুর রশিদ ভূঞার ছেলে মাদক ব্যবসায়ী মোস্তুফা ওরফে মস্তুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। তার অন্যান্য সহযোগীদের হামলায় এসআই মোবারক হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হয়। এ সময় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মোস্তুফা ওরফে মস্তু গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ কবির হোসেন জানান, মাদক ব্যবসায়ী মস্তুর বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে।