দর্পণ ডেস্ক : আজ ব্রাইটনকে হারিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে না পারলে ম্যানচেস্টার সিটি কার্যত ‘ধ্বংস’ হয়ে যাবে বলে মনে করছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
‘ধ্বংস’ হয়ে যাওয়া বলতে গুয়ার্দিওলা বুঝিয়েছেন, মৌসুমে একটাও বড় ট্রফি জিততে না পারা। ভালো করেই জানেন, সেটা হলে গত মৌসুম ধরে প্রিমিয়ার লিগে ৭৫ ম্যাচে ১৯৫ পয়েন্ট পেয়েও প্রবল সমালোচনার সামনে পড়তে হবে তার দলকে। সমালোচনা করবেন ফুটবল বিশ্লেষকরা। সঙ্গে ম্যানসিটির ভক্তদের সামনেও মারাত্মক বিক্ষোভের মুখে পড়তে হবে সের্খিয়ো আগুয়েরোদের। লিওনেল মেসিদের প্রাক্তন গুরু গুয়ার্দিওলা বলেছেন, ‘আমরা যেটা করতে পেরেছি সেটা অবশ্যই অবিশ্বাস্য। যা নিয়ে আমার মতামত বদলানোর প্রশ্নই নেই। কিন্তু তখনই সবার কাছে এই পরিশ্রম মূল্য পাবে, যখন শেষ ম্যাচটা জিতব। চ্যাম্পিয়ন্স লিগে আমরা পারিনি। তখনই প্রচুর সমালোচনা হয়েছে। যাকে সব অর্থেই আমাদের ধ্বংস করে দেয়ার চেষ্টাই বলব। তখন অন্য কোথায় কী করলাম তা মনেও রাখেনি কেউ। লিগ জিততে না পারলে তো কথাই নেই। সেক্ষেত্রে সত্যিই আমাদের ধ্বংস করা হবে। বিশ্বাস করুন, তখন আর কিছুই করার থাকবে না।’

তিনি আরও বলেছেন, ‘জিদান (জিনেদিন) বলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের থেকেও বেশি কঠিন লা লিগা জেতা। আমিও একমত। কিন্তু আমার মনে হয়েছে, ইউরোপের সবচেয়ে কঠিন লিগটা খেলা হয় ইংল্যান্ডেই। ক্লাব ফুটবলে ইপিএলে খেতাব জয়ের থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না।’
সঙ্গে যোগ করেছেন, ‘আসলে একটা অসম্ভব স্বপ্নকে সত্যি করার জায়গায় এখন আমরা দাঁড়িয়ে। এতটা আমি নিজেও ভাবিনি। এক সময় লিভারপুলের থেকে আমরা সাত পয়েন্ট পিছিয়ে ছিলাম। সেখান থেকে আজ এই জায়গায় এসেছি। তাই প্রিমিয়ার লিগ জেতাটা অবশ্যই আমার কাছে ‘অসম্ভব স্বপ্ন’ সত্যি করার মতো একটা ব্যাপার। আর সেটা পারলেই একমাত্র লোকে আমাদের খোলা মনে মূল্যায়ন করবে।