ছবি: সংগৃহীত।
তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ভারতের বিজেপি দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম নীলাঞ্জন রায়। তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন শুক্রবার পুলিশকে নীলাঞ্জন রায়কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।
যৌন হেনস্তার শিকার ১৭ বছর রয়সী ওই তরুণীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে অভিযোগ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেয় কমিশন। একইসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ডায়মন্ড হারবার কেন্দ্রের শিবসেনা প্রার্থী সন্তোষ কুমার ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনিই রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনকে চিঠি লিখে ঘটনার কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান।
ওই চিঠি থেকেই জানা যায়, তরুণীর বাবাকে বাইরে দাঁড় করিয়ে রেখে নীলাঞ্জন রায় তার শ্লীলতাহানি করে।