দর্পণ ডেস্ক : অরুণা বিশ্বাসকে সাম্প্রতিক সময়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই অভিনয়ে বেশি দেখা যায়। এরইমধ্যে তিনি নেপালে অরুণ চৌধুরীর নির্দেশনায় দুটি নতুন সিনেমার কাজ শেষ করে এসেছেন। একটির নাম ‘আলো’ এবং অন্য আরেকটি ‘ভালোবাসার উত্তাপ’। দুটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অরুণা বিশ্বাস বলেন, এর আগে অরুণ দাদার নির্দেশনায় ‘মায়াবতী’ সিনেমাতে অভিনয় করেছি। এটি এখনো মুক্তি পায়নি। এরইমধ্যে দাদার নির্দেশনায় আরো দুটি সিনেমায় অভিনয় করা হলো। দুটিরই গল্প বেশ সুন্দর।
আশা করছি সিনেমা দুটি খুব ভালো হবে। এদিকে অরুণা বিশ্বাস নিয়মিত অভিনয় করছেন এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক ‘জলে ভেজা রং’-এ। রুমানের নির্দেশনায় তিনি ‘বংশের চাবি’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন। প্রসঙ্গত, গেল বছরের বিজয় দিবসে অরুণা বিশ্বাস ‘একজন জয়নব বিবি’ নামের একটি নাটক নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সামনে কি নির্মাণ করছেন জানতে চাইলে বলেন, অভিনয়েতো দীর্ঘ সময় পার করেছি। নাটক নির্মাণও করেছি। এখন আমার স্বপ্ন একটি চলচ্চিত্র বানানোর।