দর্পণ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদি অমিত শাহকে চাই না। কারণ আমরা শান্তিতে থাকতে চাই। আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের অশোকনগরে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

তৃণমূল নেত্রী মমতা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনাও করেন। তিনি বলেন, অসমে এনআরসির মধ্য দিয়ে ২২ লাখ হিন্দু বাঙালির নাম বাদ দিয়ে দেয়া হয়েছে। ২০ লাখ সংখ্যালঘু মুসলিমের নাম বাদ দেয়া হয়েছে। সেসময় সেখানে কাকলি ঘোষ দস্তিদার, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, ফিরহাদ হাকিমকে অসমে পাঠিয়েছিলাম। এরা গিয়ে সেখানে লড়াই করেছিল। আমাদের এত বাঙালি হিন্দুকে তাড়ানো চলবে না বলে রুখে দাঁড়িয়েছিল। এদেরকে সেদিন এয়ারপোর্ট থেকে বেরোতে দেয়নি অসম সরকার। সারারাত এরা রুখে দাঁড়িয়েছিল। এখানে আবার (বিজেপি) বলছে এনআরসি করব! সবাইকে তাড়াব! একজনের গায়েও হাত দিতে দেবো না। হাত দিয়ে দেখো। কত বড় সাহস দেখিয়ে দেবো।’

মমতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা রয়াল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি। তোমার মতো ইঁদুরের মতো লড়াই করি না। তুমি ছিলে ইঁদুর, হয়েছ বাঘ। ২৩ মে ইভিএম (ইলেকট্রনিক ভোট যন্ত্র) খুলবে আর তুমি পগার পারে যাবে! তোমার মতো লোক দুর্ভাগ্য যে, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমরা আর চাই না।’

মমতা বলেন, ‘মুসলিম ভাই-বোনেদের রমজান মাস চলছে। এই গরমে উপবাস করে ভোট দিতে খুব কষ্ট হবে। কিন্তু মনে রাখবেন নরেন্দ্র মোদি হল সবচেয়ে বড় বিপদ। তাই কষ্ট হলেও একটু কষ্ট করে ভাই-বোনেরা আমার ভোটটা দিতে হবে। আমি আল্লাহতায়ালার কাছে দোয়া করব, আপনারা ভালো থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ।’ আগামীতে বাংলাই ভারতকে পথ দেখাবে, ভারত সরকার গড়তে প্রধান ভূমিকা রাখবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।