দর্পণ ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির সামরিক বাহিনীকে আক্রমণ ক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মহড়া সফল ভাবে চালানোর একদিন পর এ নির্দেশ দিলেন তিনি। আমেরিকার সঙ্গে অচল হয়ে পড়া পরমাণু আলোচনার মধ্যে এ সব পদক্ষেপ গ্রহণ করছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ(শুক্রবার) জানিয়েছে যে অগ্রবর্তী ফ্রন্টগুলোতে মোতায়েন প্রতিরক্ষা ইউনিটগুলোর সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন কিম। পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে জরুরি অবস্থা মোকাবেলায় যুদ্ধের পুরো প্রস্তুতির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম শক্তিশালী বাহিনীই কেবল দেশটির যথার্থ শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে উল্লেখ করেছেন কিম। পাশাপাশি সামরিক বাহিনীর আক্রমণ সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব প্রদান করেন তিনি।

দুইটি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র একদিন পর এ নির্দেশ দিলেন কিম। অবশ্য, প্রথমে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে একে ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে ভুল করা হয়েছিল। কিন্তু কেসিএনএ’র খবরে বলা হয়েছে, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছিলেন কিম এবং তারই নজরদারিতে এ মহড়া চালানো হয়েছে। অবশ্য, মহড়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।