ঝিনাইদহের মহেশপুরে মা ও নানিকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে পৌর এলাকার নওদাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মর্জিনা খাতুন ( ৪০) ও তার মা সামছুন্নাহার ( ৮০)।

মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে মা ও নানিকে কুপিয়ে আহত করার পর মাদকাসক্ত ছেলে ইমরান হোসেন পালিয়ে যায়।

পরে মুমূর্ষ অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেক সামছ দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত মর্জিনা মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানান মেয়র। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, মাদকাসক্ত ইমরান হোসেনকে ওষুধ খাওয়ানোর সময় প্রথমে নানি সামছুন্নাহারকে কুপিয়ে আহত করে সে। এতে তার মা মর্জিনা বাধা দিতে এলে তাকেও কুপিয়ে আহত করে। পরে সে পালিয়ে যায়।

নিহতদের লাশ যশোর হাসপাতালে ময়নাতদন্তের পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।