দর্পণ ডেস্ক : ১৭ এপ্রিল বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রে এমন কাণ্ড ঘটানো হয়। বাংলা প্রথমপত্র নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ৮ নম্বরে, আম-আটির ভেঁপু-কার রচিত এমন প্রশ্নের বিকল্প উত্তর হিসেবে রাখা হয় পর্নো তারকা সানি লিয়নের নাম। আর ২১ নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? প্রশ্নের বিকল্প উত্তর ছিল আরেক পর্নো তারকা মিয়া খলিফা।
এছাড়া বেশ কিছু বানান ভুল ও অদ্ভুত সম্ভাব্য উত্তরও ছিল প্রশ্নপত্রে। এমন অদ্ভূত প্রশ্ন দেখে হতবাক হয়ে পড়েছেন অভিভাবকরা। ছোট ছেলেমেয়েদের পরীক্ষার এমন প্রশ্নপত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
প্রশ্নপত্রে পর্নো তারকাদের নাম আসার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রাজধানীর তিতুমীর কলেজে তিনি সাংবাদিকদের বলেন, স্কুলের প্রশ্নপত্রে পর্নো তারকাদের নাম আসাটা অন্যায়। এটি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। যেই স্কুলের নামে এ অভিযোগ উঠেছে, তদন্ত করে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে প্রশ্নপত্র তৈরিকারী শিক্ষক শংকর চক্রবর্তী বলেন, এটি মানবিক ভুল। আমি বুঝতেই পারিনি, এটি এমন বিতর্ক তৈরি করবে। প্রধান শিক্ষকের পায়ে ধরে আমি ক্ষমা চেয়েছি। আর কখনো এমন ভুল হবে না।
রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।