গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় শিক্ষককের বিরুদ্ধে শ্রেণি কক্ষ পরির্বতন করতে দেরি হওয়ায় ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা প্রবীর পোদ্দার বিদ্যালয় পরিচালনা পর্ষদের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির গ-শাখার ২য় ঘন্টায় ধর্ম বিষয়ে ক্লাশে প্রিয়ন্তি পোদ্দারসহ ১০/১২ জন ছাত্র-ছাত্রীর শ্রেণি কক্ষ পরির্বতন করতে দেরি হয়। এই অপরাধে ধর্ম শিক্ষক (ইসলাম) মাওলানা আ. জব্বার শ্রেণি কক্ষে প্রবেশ করে হিন্দু শিক্ষা বিষয়ের ছাত্র-ছাত্রীদের এলোপাথারি পিটাতে থাকে। এসময় প্রিয়ন্তি পোদ্দারকে বেত দিয়ে ৮/১০টি আঘাত করলে প্রিয়ন্তি গুরুতর আহত হয়।

এ ব্যাপারে শিক্ষক মাওলানা জব্বারের মুঠো ফোনে একাধিক বার ফোন করলেও সংযোগ স্থাপন করা যায়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম
উদ্দীন জানান, বাচ্চারা দুষ্টামি করার কারণে ওই শিক্ষক বেত দিয়ে হালকা আঘাত করেছে। স্থানীয় ভাবে তা মিমাংসা করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ওয়ানা মার্জিয়া নিতু জানায়, ওই ছাত্রী পরিবারের পক্ষ থেকে এঘটনায় আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে আছেন। ছুটি থেকে এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।