গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৩১মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ধুলাসার ইউনিয়নে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করা সহ দুস্থ্যদের জন্য বরাদ্দকৃত ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল মাষ্টার’র অপসারনের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ( ২এপ্রিল) বেলা ১১টায় ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারী নেতা-কর্মীরা দাবী করেন, সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ধুলাসার ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আ: জলিল মাষ্টার ও তার ভাই অব:প্রাপ্ত শিক্ষক করিম মাষ্টার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে তার বাড়ীর সেন্টারসহ গোটা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী কম ভোট পেয়েছে। তাই দলীয় শৃঙ্খলা, আচরনবিধি ভঙ্গ করার কারনে জলিল মাষ্টার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদে আর থাকতে পারেন না বলে নেতা-কর্মীদের দাবী।

দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে জলিল মাষ্টারের অপসারণ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহনকারী নেতাকর্মীরা। মানববন্ধনে মহিপুর থানা শ্রমীকলীগের সাবেক সভাপতি মো. মশিউর রহমান, ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন খোকন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোদাচ্ছের হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জিল্লুর রহমান কিশোর বক্তব্য রাখেন। প্রায় দেড় শতাধীক নেতাকর্মি, সমর্থকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আ. জলিল মাস্টার বলেন, ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারন ও লালন করে আওয়ামীলীগ তথা নৌকার রাজনীতি করে আসছি। এখনও করছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ, যারা সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে মাঠে কাজ করেছেন তারাই নিজেদের আড়াল করার জন্য আমার উপড় দ্বায়ভার চাপানোর প্রচেস্টা চালাচ্ছেন। ইউপি নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেস্টা চালাচ্ছেন।