দর্পণ ডেস্ক : চাঁদপুরের লেংটার মেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের অবস্থা গুরুতর। লেংটার মেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের অবস্থা গুরুতর।
গতকাল রাত ১১টার দিকে উপজেলার উত্তর বেলতলী বেড়ি বাঁধের ওপরে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজিটি উল্টে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত মোহাম্মদ রাকিব মিজি (২০), মাইনুদ্দিন ছৈয়াল (১৯), রাসেল ছৈয়াল (১৮) ও রাব্বি ছৈয়াল (১৮) কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা অবনতি দেখে ঢাকায় রেফার করে। এদের মধ্যে রাকিব মিজির ডান পা পুরোপুরি ভেঙ্গে যাওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার।
আহতদের পরিবারের লোকজন জানায়, চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছৈয়াল বাড়ি থেকে ৭ জন মিলে সিএনজি নিয়ে মতলব উত্তর বেলতলী লেংটার মেলায় গিয়ে ওরসে অংশগ্রহণ করে।