দর্পণ ডেস্ক : ২০ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছেন রকস্টার–খ্যাত নায়িকা নার্গিস ফাখরি।

সম্প্রতি নার্গিস ফাখরি তার ইনস্টাগ্রাম নিজের জীবনধারণের পরিবর্তনের ‘যাত্রা’ নিয়ে একটি পোস্ট করেন।এতে তিনি লেখেন, ‘সাধারণের চোখে জীবন কখনও কঠিণ হতে পারে আবার দ্রুত এটি আশীর্বাদও হতে পারে। এটি ইতিবাচক দিক’।

তিনি আরও লেখেন, ‘জীবনযাত্রার পরিবর্তনের কারণে গত ২ বছরে আমার ওজন ১৭৮ পাউন্ড থেকে ১২৯ পাউন্ডে নেমে এসেছে’ ।

ভক্তদের উদ্দেশ্যে ফাখরি লেখেন, ‘যদি আমি এটা করতে পারি, তাই আপনিও করতে পারেন। ইতিবাচক চিন্তা এবং সুস্থ পছন্দ নিয়ে আপনার মন, শরীর, এবং আত্মা চনমনে থাকবে। যদি আমার এই যাত্রা ভালো লেগে থাকে তবে আপনারা আমার সঙ্গে যোগ দিতে পারেন’।