দর্পণ ডেস্ক : অজ্ঞাতনামা অস্ত্রধারীর বন্দুকের গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় মার্কিন র‌্যাপ তারকা নিপসি হাসল।

এনবিসি নিউজ জানিয়েছে, ‘গতকাল রোববার বিকেলে দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের পশ্চিম স্লসান অ্যাভিনিউ এলাকায় নিজের কাপড়ের দোকান ম্যারাথন ক্লথিংয়ের সামনে ৩৩ বছর বয়সী এই তারকাকে এক বন্দুকধারী এসে লক্ষ্য করে অনেকগুলো গুলি করে। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় নিপসি হাসলের দেহ। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন’।

এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আশপাশে থাকা আরও দুজন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। মুহূর্তেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। অজ্ঞাতনামা সেই বন্দুকধারীর খোঁজ চলছে’।

এদিকে এ মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত মার্কিন সংগীতজগৎ। এরই মধ্যে শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা রিহান্না। তিনি লিখেছেন, নিপসির সঙ্গে এমন ঘটনা ঘটেছে, ভাবতেই পারছি না! এই ঘটনায় আমি খুবই দুঃখিত। আরেক জনপ্রিয় মার্কিন র‌্যাপার স্নুপ ডগ ইনস্টাগ্রামে লিখেছেন,এখন আমি গভীরভাবে শোকাচ্ছন্ন। আমাদের দুজনের ভালো সময় কাটানোর মুহূর্তগুলো মনে পড়ছে।