দর্পণ ডেস্ক : এবার প্রতারণার মামলা হয়েছে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে। সম্প্রতি এ অভিনেত্রীর বিরুদ্ধে আড়াই কোটি রুপির প্রতারণার মামলা দায়ের করেছেন প্রযোজক অজয় কুমার সিং।
‘দেশি ম্যাজিক’ নামের একটি সিনেমা নির্মাণের কথা বলে আমিশা ও তার পার্টনার কুনাল অজয়ের কাছ থেকে আড়াই কোটি রুপি নিয়েছেন। সুদসহ ওই অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তারা। তাদের দু’জনের পক্ষ থেকে অজয়কে তিন কোটি রুপির একটি চেক দেয়া হয়। তবে চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। পরে অর্থ ফেরত দেয়া হবে না বলে তারা অজয়কে বলেন।
এর পরপরই ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি আদালতে এই মামলা করে বসেন প্রযোজক অজয় কুমার সিং।
তবে বিষয়টি নিয়ে বেশ বিপাকেই পড়েছেন আমিশা। নতুন করে আলোচনায়ও উঠে এসেছে তার নাম। কিন্তু এ বিষয়ে এখনো আমিশার কোনো বক্তব্য পাওয়া যায়নি।