দর্পণ ডেস্ক : আমেরিকাকে উদ্দেশ্য করে রাশিয়া বলেছে, সিরিয়া থেকে সেনা সরিয়ে আনার প্রতিশ্রুতি আগে রক্ষা করুণ তারপর কে কোথায় যাবে বা যাবে না সে বিষয়ে অন্যকে উপদেশ দিবেন। ভেনিজুয়েলায় রুশ সেনা প্রেরণকে কেন্দ্র করে ওয়াশিংটনের হুমকির জবাবে এ কথা বলেছে মস্কো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে আনার প্রতিশ্রুতির উল্লেখ করে এ জবাব দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি আরো বলেন, অন্য দেশের আইনি স্বার্থ নিয়ে কথা বলার আগে মার্কিন সরকারকে উপদেশ দেবো যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা যেন মেনে চলে।
আমেরিকা কাউবয়ের মতো আচরণ করছে উল্লেখ করে মারিয়া আরো বলেন, আন্তর্জাতিক নীতির পরোয়া করছে না, অসংযত পদক্ষেপ নিচ্ছে পাশাপাশি নজির নেই এমন সব কাজ করছে।