দর্পণ ডেস্ক : সৌদি আরবকে গোপনে পরমাণু প্রযুক্তি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রিয়াদের সঙ্গে ছয়টি গোপন চুক্তি করেছে। এসব চুক্তির আওতায় আমেরিকা পরমাণু কর্মসূচিতে সৌদি আরবকে কৌশলগত সহায়তাও দিতে পারবে। আমেরিকার সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।

মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের ওই তথ্য বার্তা সংস্থা রয়টার্স দেখেছে এবং এর বরাত দিয়ে গতকাল সংস্থাটি জানায়, যেসব প্রতিষ্ঠান সৌদি আরবকে প্রযুক্তি সরবরাহ করবে তারা মার্কিন সরকারকে বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছে। আমেরিকার জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন তাদের দলিলে লিখেছে, “সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে যত কোম্পানি অনুমতি পেয়েছে তাদের প্রত্যেকেই বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছে।”

নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, এই অনুমোদনের ফলে কোম্পানিগুলো প্রাথমিক কাজ করবে তবে কোনো রকমের যন্ত্রপাতি পরমাণু স্থাপনায় পাঠাতে পারবে না।